13 year celebration shommok present
Buddhism-Bangladesh
Photography & Videography Competition
We are searching for all forms of mobile photography & videography that represent buddhism in Bangladesh.
Send in your image & video our email address right away. See our website & facebook page for further information.
সম্যক এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে Buddhism – Bangladesh Photography & Videography contest একটি মুঠো ফোন ফটোগ্রাফি ও ভিডিও বানানোর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিভিন্ন আয়োজন, উৎসব, ভিক্ষু সংঘের জীবন, বৌদ্ধ বিহার নিয়ে প্রতিযোগীরা ছবি ও ভিডিও বানিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।
* মুঠো ফোনে তোলা ফটোগ্রাফির বিষয়:
বাংলাদেশের বৌদ্ধ ধর্মকে প্রতিফলিত করে এমন যেকোন বিষয় নিয়ে ছবি তুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
* নিয়মাবলী:
• বাংলাদেশের প্রতিটি বৌদ্ধ নাগরিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
• একজন প্রতিযোগী নিজ হাতে মোবাইল এ তোলা একটি অথবা দুইটি ছবি ইমেইল এ জমা দেয়ার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। ইমেইল এ ছবি জমা দেওয়ার সময়ে নিজ নাম, ছবির বিষয়, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর প্রদান করতে হবে।
• প্রতিযোগিতাে অবশ্যই teamshommok পেইজে লাইক থাকতে হবে।
• ছবির Format হবে: JPEG/JPG
• অন্য স্থানে ব্যবহৃত ছবি এবং স্বত্ব চিহ্নিত(copyright) ছবি গ্রহণযোগ্য নয়।
• আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে ছবি জমা দিতে হবে, এরপর ক্রমান্বয়ে প্রতিযোগির ছবি সমূহ সম্যক এর ফেইসবুক পেইজ https://www.facebook.com/
• প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে বাচাই করে ২২ শে মার্চ বিকাল ৫টায় বঙ্গবন্ধু হল, প্রেস ক্লাব জামালখান, চট্রগ্রামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের পুরষ্কার প্রদান করা হবে।
ভিডিও গ্রাফি বিষয় সমূহ : নিজ নিজ গ্রাম অথবা শহরের বৌদ্ধ বিহার নিয়ে দুই মিনিট এর ভিডিও এডিট করে আমাদের ইমেইল এ পাঠাতে পারবেন।
* ভিডিও সম্পাদনায় অবশ্যই অন্যর ভিডিও ব্যবহার করা যাবে না, ইউটিউব থেকে কারো ভিডিও নিয়ে নিজ ভিডিওতে ব্যবহার করা যাবে না।
* ভিডিও সাউন্ডে এ নো কপিরাইট সাউন্ড ব্যবহার করতে হবে
* ভিডিওতে কোন বিহার, ভিডিও সম্পাদনা কে করেছে অর্থাৎ প্রতিযোগীর নাম ব্যবহার করা যাবে।
* ভিডিও প্রতিযোগিতায় পাঠানোর আগে কোন ভাবে নিজ ফেইসবুক অথবা ইউটিউব এ প্রচার করা যাবে না
* আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে ভিডিও জমা দিতে হবে, এরপর ক্রমান্বয়ে প্রতিযোগির ভিডিও সমূহ সম্যক এর ফেইসবুক পেইজ https://www.facebook.com/
• প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে বাচাই করে ২২শে মার্চ বিকাল ৫টায় বঙ্গবন্ধু হল, প্রেস ক্লাব জামালখান, চট্রগ্রামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার প্রদান করা হবে।
* ছবি পাঠানোর শেষ সময়:
২৮ শে ফেব্রুয়ারী ২০২৪ ইং
* ছবি পাঠানোর ঠিকানা:
shommokinfo@gmail.com
***কোন প্রকার অনুসন্ধান এর জন্য যোগাযোগ করুন ই-মেইল, facebook এবং ফোন এর মাধ্যমে।
ফোন: তুহিন 015-17133383, সজীব 018-34216705
Facebook: https://www.facebook.com/
ই-মেইল: shommokinfo@gmail.com