নগরীর আনাচে-কানাচে, পথে-প্রান্তরে দেখা মেলে সুবিধাবঞ্চিত শিশু-কিশাের ও শিক্ষাথীদের । সেই সুবিধাবঞ্চিত শিশুদের আরেকটি আশ্রয়স্থল আমবাগান ছিন্নমূল স্কুল, সেই স্কুলে অধ্যায়ন করে শতাধিক ছাত্র ছাত্রী। অদম্য পাঠশালায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়েছে চট্টগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক সংগঠন।
রবিবার (১ মে) ২০২২ইং বিশ্ব শ্রমিক দিবস এ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া’ র সভাপতিত্বে শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য পাঠশালার প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন বাপ্পি, সম্যক সংগঠন এর তুহিন বড়ুয়া, অপরুপা বড়ুয়া, রনেল চাকমা, রুপেস বড়ুয়া, সৌমিত্র বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, অভি বড়ুয়া, বিজয় বড়ুয়া, চম্পক বড়ুয়া সহ প্রমুখ I