সম্যক রাউজান শাখার উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন , হাজার প্রদীপ প্রজ্বলন ও বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ মে ) রাউজান হোয়ারাপাড়া রামদাশ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্যক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলএমআইইবি বেপজা প্রকৌশলী রিটন বড়ুয়া, প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটির মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের,
আর্শীবাদক ছিলেন রামদাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ ভিক্ষু, সভার উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্রগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সুজিত তালুকদার, দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর পরিচালক বাবু মিলন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্রগ্রাম অঞ্চল সহ সভাপতি সঞ্চয় বড়ুয়া পিপলু,ডা. অনিল কান্তি বড়ুয়া সভাপতি, বৃহত্তর হোয়ারাপাড়া কল্যান সমিতি চট্রগ্রাম মহানগর, প্রকৌশলী সুমন বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর হোয়ারাপাড়া কল্যান সমিতি চট্টগ্রাম মহানগর, দীপ্ত বড়ুয়া সভাপতি সম্যক রাঙ্গুনিয়া শাখা।
বিজয় ও অপরুপা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ পাঠ করেন রামদাশ বিহারে মহানাম ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্যক রাউজান শাখার সভাপতি অভি বড়ুয়া , রবিন বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সম্মাননা সার্টিফিকেট ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।সবশেষে বিশ্ব শান্তি কামনায় ফানুস উত্তোলন ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।