Social share

বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” উদযাপন করলো তাদের এক যুগপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। রাউজান নোয়াপাড়ার একটি রেস্টুরেন্টে সম্যক- চট্রগ্রাম কেন্দ্রীয় কমিটি, রাঙ্গুনিয়া ও রাউজান শাখার সদস্যদের নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া’র সভাপতিত্বে চম্পক বড়ুয়া’র সঞ্চলনায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সংগঠন প্রতিষ্ঠা করা সহজ কিন্তুু বছরের পর বছর টিকিয়ে রেখে কার্যক্রম পরিচালনা করা সম্যক সংগঠন কৃতিত্বের দাবিদার তা অন্য সংগঠনের কাছে অনুকরণীয়।

বক্তব্য ও আলোচনা

প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠন নতুন সদস্যদের বরণ ও শপথবাক্য পাঠ করানো হয়। একই সাথে  সংগঠনের পথচলার যুগপূর্তিতে সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট www.teamshommok.com এর উদ্ভোধন করেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ সরকারের আইসিটি ডিবিশন কর্তৃক স্বীকৃত তরুণ ফ্রিল্যান্সার জ্যোতি বড়ুয়া। তিনি তাঁর বক্তব্যে এর পথচলায় এ ওয়েবসাইট সংগঠনের পরিচিতি ও কার্যক্রম বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে সক্ষম হবে। এছাড়া আরো বক্তব্য রাখেন তুহিন বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, অভি বড়ুয়া, নিউটন বড়ুয়াসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও প্রমূখ সদস্যবৃন্দ।