শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ বিহারে ভিন্নধর্মী স্টলের আয়োজন করেছিল চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক”। বৃহস্পতিবার (৪ মে ) বৌদ্ধ শিশু কিশোরদের নিয়ে ভিন্নধর্মী এ আয়োজন করে।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ বিহার ঘিরে বৌদ্ধ শিশু কিশোরদের জন্য ভিন্নধর্মী হাট বসেছিল। গেইম ও কুইজ এর মাধ্যমে শিশু কিশোরদের মাঝে বৌদ্ধিক চেতনা জাগ্রত করতে ভিন্নধর্মী এ আয়োজনের কথা জানান সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া।
দুই দিন ব্যাপী বৌদ্ধিক চেতনা বিনির্মানে এ আয়োজনে প্রায় ১৫০ এর অধিক শিশু কিশোররা অংশগ্রহণ করে। বুদ্ধ পূর্ণিমার দিন সকালে শান্তি শোভাযাত্রাই অংশগ্রহণ করে সম্যক আর শিশু কিশোররা।