Social share
বোয়ালখালি থানার দক্ষিণ জ্যৈষ্ঠপুরা নিবাসী প্রয়াত অমৃত লাল বড়ুয়া সহধর্মিণী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়ার মাতা নিহার বালা বড়ুয়ার গত ১২ই মে সকাল ৭.২০ মিনিটে বার্ধক্য জনিত কারণে পরলোকগমন করেন।
তিনি সম্যক সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অপরুপা বড়ুয়া ও সম্যক রাঙ্গুনিয়া শাখার সভাপতি দীপ্ত বড়ুয়ার ঠাকুমা হন
শ্রীমতী নিহার বালা বড়ুয়া তার মমতাময়ী মায়ের আর্দশের গুণে তিনি তার তিন পুত্র ও তিন কন্যাকে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলেছেন। মমতাময়ী নিহার বালা বড়ুয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার  সম্পর্কে তিনি প্রয়াতের নাতিন জামাই।
প্রয়াত র অনিত্য সভা শুক্রবার নব পন্ডিত বৌদ্ধ বিহারে ও চাঁদগাঁও বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় এবং গত ১৩ই মে প্রয়াত নিজ গ্রাম দক্ষিণ জ্যৈষ্ঠপুরা গ্রামে অন্তোষ্ঠিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।